Wednesday, June 1, 2016
উদ্দেশ্য নেই, আক্ষেপ-১
কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পাই কই! তুমি যে অদৃশ্য। তুমি আমাকে কি ভালোবাসো? ভাল না বাসলেই ভাল। ভালবাসা যে শুধুই যাতনাময়। বড় কষ্ঠ ভালোবাসায়। কিন্তু ভালবাসাযে পরিকল্পনা করে বাসা যায়না।ভালবাসা হয়ে যায় ঘটে যায়। একদিন হয়তো এক সকালে তা ধরা দেয়। সকাল হবার আগে মনের মধ্যে প্রেম পোকা উড়তে থাকে। সকাল হবার পরে তা হয়ে যায় দুঃখের শ্বাস। কেউ যেন কাওকে ভালো না বাসে। জীবনের সকল প্রাপ্তিকে করে তুলে অপ্রাপ্তির ঠিকানা। সব কিছুই একটা সময় মূল্যহীন হয়ে পরে। হোস থাকলে ভালোবাসা যায় না। যারা হারানোর ভয় করে না কিছুতেই তারাই কেবল ভালবেসে সব হারাতে পারে। অন্যদিক দিয়ে মনে হয় ভালোবাসা উপরের সব লেখাকে মিথ্যে প্রমান করে পৃথিবীকে অর্থবহ করে তোলে। যে ভালোবাসেনি তার জীবন বৃথা।
=========================সাইফুল (অন্তরীক্ষ)
কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পাই কই! তুমি যে অদৃশ্য। তুমি আমাকে কি ভালোবাসো? ভাল না বাসলেই ভাল। ভালবাসা যে শুধুই যাতনাময়। বড় কষ্ঠ ভালোবাসায়। কিন্তু ভালবাসাযে পরিকল্পনা করে বাসা যায়না।ভালবাসা হয়ে যায় ঘটে যায়। একদিন হয়তো এক সকালে তা ধরা দেয়। সকাল হবার আগে মনের মধ্যে প্রেম পোকা উড়তে থাকে। সকাল হবার পরে তা হয়ে যায় দুঃখের শ্বাস। কেউ যেন কাওকে ভালো না বাসে। জীবনের সকল প্রাপ্তিকে করে তুলে অপ্রাপ্তির ঠিকানা। সব কিছুই একটা সময় মূল্যহীন হয়ে পরে। হোস থাকলে ভালোবাসা যায় না। যারা হারানোর ভয় করে না কিছুতেই তারাই কেবল ভালবেসে সব হারাতে পারে। অন্যদিক দিয়ে মনে হয় ভালোবাসা উপরের সব লেখাকে মিথ্যে প্রমান করে পৃথিবীকে অর্থবহ করে তোলে। যে ভালোবাসেনি তার জীবন বৃথা।
=========================সাইফুল (অন্তরীক্ষ)
Subscribe to:
Post Comments (Atom)
Search
Send Message to Us
Popular News
-
Rainy Day Love Message Bangla Font: বৃষ্টির দিন মেঘলা আকাশ, স্বপ্নর মাঝে শুন আভাস! স্মৃতির পাতা যায় হারিয়ে, তোমায় খুজি হাত বা...
-
Motivational Tour To Coxs Bazar - East West University Club For Performing Arts.
0 comments:
Post a Comment