Wednesday, June 1, 2016
On 8:04 AM by Sukanta in Story No comments
এই দুনিয়ায় মানুষ যা সহজে পায় তা চায় না, মনে করে বিপরীতটা তার চাই। আসলে সে কি চায় হয়তো তা সে নিজেও জানে না।
কখনো সহজে পাওয়া সঠিক জিনিসটাকে অবহেলা করে হারিয়ে ফেলে ঐ বিপরীতটাকে গ্রহন করে সঠিকটার জন্য অনুশোচনা করোনা। তাতে কোন লাভ হবে না। ফলাফলে পাবে কষ্ঠ, আর তখন নিয়তি নামের ভাগ্যকে কিছু বলা যথার্থও হবে বলে মনে না। কারন সময় যে বড়ই নিষ্ঠুর, সময় একদিন তোমার ঐ সঠিকটাকে আড়াল করে ফেলবে। যা হয়তো তোমার নাগালের বাইরে।
### সঠিকটাকে বুঝতে পেরে আগলে রেখ চিরজীবন। মনে রাখবে, সঠিক কখনোই গাইবে না তার গুনগান, কখনো বলবে না সে সঠিক, তোমাকেই বুঝে নিতে হবে এবং মিছে মিছে বিপরীতটাকে দূরে ফেলে সঠিকটাকে ধরে রাখতে হবে।
=====================সাইফুল (অন্তরীক্ষ)
কখনো সহজে পাওয়া সঠিক জিনিসটাকে অবহেলা করে হারিয়ে ফেলে ঐ বিপরীতটাকে গ্রহন করে সঠিকটার জন্য অনুশোচনা করোনা। তাতে কোন লাভ হবে না। ফলাফলে পাবে কষ্ঠ, আর তখন নিয়তি নামের ভাগ্যকে কিছু বলা যথার্থও হবে বলে মনে না। কারন সময় যে বড়ই নিষ্ঠুর, সময় একদিন তোমার ঐ সঠিকটাকে আড়াল করে ফেলবে। যা হয়তো তোমার নাগালের বাইরে।
### সঠিকটাকে বুঝতে পেরে আগলে রেখ চিরজীবন। মনে রাখবে, সঠিক কখনোই গাইবে না তার গুনগান, কখনো বলবে না সে সঠিক, তোমাকেই বুঝে নিতে হবে এবং মিছে মিছে বিপরীতটাকে দূরে ফেলে সঠিকটাকে ধরে রাখতে হবে।
=====================সাইফুল (অন্তরীক্ষ)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment