Wednesday, June 1, 2016

On 8:11 AM by Sukanta in ,    No comments

সময় ও জীবন
Writer: সাইফুল(অন্তরীক্ষ)

সময়ের সাথে সাথে জীবনও যেন নেই থেমে,
সময় যেন জীবনের স্পন্দন।
সময় চলে তার নির্দিষ্ট গতিতে
ঘন্টা মিনিট সেকেন্ডে ।
কারো জীবন হয়তো চলে অবহেলায়
সময়ের সাথে।
আবার কারো চলে তীব্র সচেতনতায়।
সচেতনতায় রয়েছে
কঠোর পরিশ্রম,ধৈর্য্য, নিষ্ঠা, পবিত্রতা
অধ্যবসায়, সততা, নৈতিকতা ও একাগ্রতা ।
সময় ও জীবনের প্রতি সচেতনতাই
পারে আনতে সফলতা।
বিসর্জন শুধু অবহেলার দখলে।
কিন্তু একটি পর্যায়ে,
বন্ধু সময়কে রেখে জীবনের অবসান ঘটে শুধু মৃত্যুতে।

Some EWUian




0 comments:

Post a Comment