Wednesday, June 1, 2016
On 7:20 AM by Sukanta in Story No comments
#Crush_গল্পঃ
Writer: Saiful Islam Khan (BBA)
Writer: Saiful Islam Khan (BBA)
- দিনটি ছিল মঙ্গলবার। সময় দুপুর ৩.৪৬। স্বপ্ন একটি কোচিং সেন্টারে পড়ায়। ৪ টা থেকে কোচিং শুরু হবে। কোচিংয়ের দেরি হয়ে যাচ্ছে । স্বপ্ন একটি সাইকেলে করে চলাফেরা করে। শখ করে সাইকেলটার একটা নামও দিয়েছে সে,"বন্ধু"। বন্ধুকে নিয়ে কোচিংয়ে যাওয়ার জন্য স্বপ্ন যখন বাসা থেকে রাস্তায় নামল তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাথে আকাশে এক ঝিলিক রৌদ্রের লু্কোচুরি। বন্ধুকে নিয়ে স্বপ্ন খুব তাড়াতাড়ি চালিয়ে যাচ্ছে। চলন্ত বন্ধু হঠাৎ থেমে গেল, বন্ধুর কোন সমস্যা হয়নি, তার টায়ারের কিছু হয়নি, ব্র্যাকেরও কিছু হয়নি। বন্ধুর সামনে রাস্তাও ছিল পরিস্কার। কিন্তু বন্ধু হঠাৎ থামল কেন ?
- কেনই-বা থামবে না? হঠাৎ একটি মেয়ের মিষ্টি হাসি দেখতে পেল সামনে থেকে। এক পলক রৌদও যেন সেই মায়াবীনির মুখে এসে পরলো। রৌদ্র মাখা হাসিতে কতটা অপরূপা লেগেছে তাকে তা বুঝাবার ভাষা নেই আমার। মাশা-আল্লাহ, নজর না লাগে যেন তোমার ঐ রূপে। বন্ধুকে নিয়ে স্বপ্ন যখন মেয়েটাকে ক্রস করলো, একটি বারের জন্য পলক পরেনি স্বপ্নের শিকারি চোখের। মেয়েটি হয়তো কোথাও প্রাইভেট পড়তে যাচ্ছিল। পিছন থেকে যতদূর চোখ যায় চেয়েছিল বন্ধুকে নিয়ে।

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment